Saturday, November 26, 2016

ღ__রাজকুমারীর অপেক্ষায়__ღ
 
★ রাজকুমারীর বৈশিষ্টসমূহ...

 
** আমি ফটোগ্রাফি করতে অনেক
পছন্দ
করি, তারও সেটা পছন্দের হতে হবে।
** ফটোগ্রাফি নিয়ে কোন এক্সুইজ
করা যাবে না।
** আমাকে বকা দিবে, আমার সাথে
অভিমান করবে, রাগ করবে, আমাকে
মারবে, আমার সাথে সব করতে
পারবে তবে অবহেলা করতে
পারবে না।
** জগড়া করতে পারবে তবে বেশী
না,
আই লাভ ইউ বললেই যেন শেষ হয়ে
যায়।
** আমার রাগ ভাঙ্গাতে হবে,
আমিও
ভাঙ্গাবো তবে সে বেশী
ভাঙ্গাতে হবে।
** আমার বাবা এবং মা এর প্রতি সব সময়
শ্রদ্ধাশীল হতে হবে।
** বেশী রাত জেগে কথা বলতে
পারবো না।
** অনেক কেয়ারফুল হতে হবে।
আর সুন্দর একটা মন হলেই হবে।
*** উপরের বৈশিষ্ট সম্ভলিত কোন
মেয়ে আশা করি আজ পর্যন্ত জন্মায়
নাই।
★ ফেইসবুকের মানুষদের প্রতি...
** কোন কারনে যদি রিকুয়েস্ট
পাঠাতে না পারেন তবে একটি
ম্যাসেজ
দিয়ে বললে আমি পাঠিয়ে দিবো।
** আমি সপ্নবিলাসী, লিখতে
ভালোবাসি।
মনের আবেগ জমানো কথাগুলো
মাঝে মাঝে ফেইসবুকে প্রকাশ
করি।
তাই যদি পারেন, ঘটনমূলক
সমালেচনা করবেন।
** বাজে মন্তব্যকারীদের জন্য ব্লক
লিষ্ট খোলা আছে।
তাই মন্তব্য দেওয়ার যদি ইচ্চা থাকে
যুক্তিসঙ্গত মন্তব্য দিবে।


https://web.facebook.com/profile.php?id=100009544727576 

No comments:

Post a Comment